• ঢাকা
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

অন্তর্ঘাতমূলক কার্যকলাপের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিফলের দিকে বিভ্রান্ত জনগণ ''ফরহাদ মজহার"


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩৯ এএম
অন্তর্ঘাতমূলক কার্যকলাপের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিফলের দিকে  বিভ্রান্ত জনগণ ''ফরহাদ মজহার"

আমরা শুরুতেই যা করতে বলেছিলাম, সেটা হয় নি। আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের মধ্যে গণঅভ্যুত্থানকে ঢুকিয়ে দিয়ে এখন হাহাকার করে বেড়াচ্ছি।তথাকথিত আইন ও সংবিধানের ভুয়া ধূয়া তুলে যে প্রতিবিপ্লব ঘটে গিয়েছে তাকে 'সাংবিধানিক প্রতিবিপ্লব' বলা হয়। বলেছি কি? বলেছি। অতএব আগে বাস্তবকে বিশ্লেষণ করতে শিখুন। আইন ও রাজনীতির সম্পর্ক বিচার করতে শিখুন। কিভাবে গণআন্দোলন (Peoples Movement) গণক্ষমতায় (Peoples Power) রূপ নেয়, তা আমরা দেখেছি। জনগণ অভিজ্ঞ হয়েছে। কিন্তু গণক্ষমতাকে কিভাবে গাঠনিক ক্ষমতায় (Constituting Power) রূপান্তর করতে হয় সেটা আমরা আগে শিখি নি। জনগন এখনও সেটা বুঝে উঠতে পারে নি। এটা শিখতে হবে, জনগকে শেখাতে হবে। হতাশ হবার বা হাহাকার করবার কিছু নাই। গণতন্ত্রে জনগণই সার্বভৌম। গণসার্বভৌমত্ব (Popular Sovereignty) গণতন্ত্রেরই অপর নাম। আইন ও সংবিধান শুনলে জনগণ ভয় পায়, বিভ্রান্ত হয়। অথচ জনগণের ক্ষমতা সকল বিদ্যমান আইন, সংবিধান ও রাষ্ট্রের উর্ধে। দীর্ঘকাল ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় শাসিত ও নির্যাতীত হয়ে থাকার কারণে জনগণ সেটা সহজে বুঝতে পারে না। ভাবুন, সহজেই বুঝবেন, ক্ষমতাই আইন। তাই বলা হয় আইন যদি বলবৎ যোগ্য না হয়, অর্থাৎ বল বা ক্ষমতার দ্বারা প্রয়োগ বা বাস্তবায়ত করা করা না যায়, তাকে আইন বলে না। অতএব হতাশার কিছু নাই। আমাদের নিজেদের অজ্ঞতা আগে কাটিয়ে উঠতে হবে। তারপর জনগণকে বোঝাতে ও সচেতন করে তুলতে হবে। খামাখা হাহাকার করবেন না। নিজেকে শিক্ষিত করুন, জনগণকে সচেতন করুন। ফ্যাসিস্ট সংবিধান সুরক্ষার শপথ গ্রহণের পরে যা কিছু ঘটেছে এবং ঘটছে তা এই সাংবিধানিক প্রতিবিপ্লবের কুফল বা যৌক্তিক পরিণতি মাত্র। নতুন উপদেষ্টাদের নিয়োগের মধ্য দিয়ে তারই নমুনা দেখলেন আবার। সামনে আরও আসতেছে। তাহলে সামনে আর কি কি ঘটবে সেটা ভাবতে শিখুন এবং প্রতিরোধের নীতি ও কৌশল নিয়ে ভাবুন। ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ নিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান সুরক্ষার শপথই নিয়েছেন। তারপরও শেখ মুজিবের ছবি দেয়াল থেকে নামিয়েছেন, অভিনন্দন। গণঅভ্যুত্থানের স্পিরিটটুকুর জানান দিলেন। কিন্তু স্ব-বিরোধিতাটুকু মনে রাখবেন। এখন হয় একসঙ্গে সবাই জনগণের কাতারে নেমে আসুন, অথবা ক্ষমতায় থেকে কৌশলে কি আদায় করতে চান, আদায় করুন। জনগণকে সেটা বুঝতে দিন। আমরা কেউই জবাবদিহিতার উর্ধে নই।চেষ্টা করেছেন, ভাল। কিন্তু দুই নৌকায় পা রেখে কিছুই অর্জন করতে পারবেন না।নিদেন পক্ষে বুঝিয়ে দিন, যদি আপোষে না হয়, ফয়সালা রাজপথেই হবে।.

.

Ajker Bogura / PS Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ